বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাতক্ষীরা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু। গতকাল ১৪ আগস্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচিত ৯ জন সদস্য ও মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মাজেদ এর উপস্থিতিতে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় সকলের মতামতের ভিত্তিতে এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবুকে সভাপতি ঘোষণা করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ। সভাপতি নির্বাচন বিষয়ে প্রিজাইটিং অফিসার বলেন, মাদ্রাসার সকল নীতিমালা মেনে নির্বাচিত সদস্যদের ও মাদ্রাসা সুপারের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ্যাডঃ জহুরুল হায়দার বাবুকে সভাপতির প্রস্তাবনায় এনে রেজুলেশন করে বোর্ডে পাঠানো হয়েছে।