দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পারুলিয়ার গড়িয়াডাঙ্গার রামপদ দাসের পুত্র শেখর চন্দ্র দাস (৫০) নুনেখোলা গ্রামের ইদ্রিস মৃধার পুত্র রাসেল মৃধা (২৩), ও একই গ্রামের সামছুল মোড়লের পুত্র মোস্তাফিজুর রহমান, এসআই গিয়াসউদ্দীনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল এই গ্রেফতার অভিযান পরিচালনা করেন। গ্রেফতার কৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।