দেবহাটা অফিস \ দেবহাটায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিলেন আ’লীগ কেন্দ্রীয় নেতা প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক এমপি, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকিৃতিতে শ্রদ্ধা প্রদর্শন, তাবারক বিতরন এ অংশ নেন। সকাল এগারটার দিকে পারুলিয়ার শহীদ রায়হান চত্বরে প্রধান অতিথি এসে পৌছালে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি সহ দলীয় নেতৃবৃন্দ স্বাগত জানান। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মি ও সমর্থকদের উদ্যোগে তিনি শোক দিবসের আলেখ্য ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি উপজেলার কুলিয়া, সখিপুর নোয়াপাড়া, দক্ষিন শ্রীপুর, বহেরা, সহ অন্যান্য ইউনিয়নের শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা চেয়ারম্যান আসাদুল হক, শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, আরশাদ আলী মোল্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, জিএম স্পর্শ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সম্পাদক বিজয় ঘোষ প্রমুখ। উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও তাবারক বিতরন করা হয়। দেবহাটা উপজেলা প্রশাসনঃ আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সকাল নয়টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া কামনা করা হয়। একে একে শ্রদ্ধা জানান নির্বাহী অফিসার, দেবহাটা থানা পুলিশ, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, কেবিএ কলেজ, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, যুবলীগ, ছাত্রলীগ, পাইলট হাই স্কুল, প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, ওসি তদন্ত ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন। দেবহাটা কলেজ ঃ দেবহাটা কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা, তাবারক বিতরন সহ দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আকবর হোসেনের পরিচালনায় শিক্ষক ও ছাত্ররা আলোচনায় অংশ নেন।