স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জুয়েলার্স সমিতির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির আয়োজনে গতকাল বেলা ১১টায় সমিতির কার্যালয় রাজস্ব জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, আজ বাঙালী জাতির একটি দুঃখের দিন। এই দিন বাঙ্গালীর রাখাল রাজা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু চেয়েছিল একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। কিন্তু কিছু বিপদগামী সেনা সদস্যরা পাকিস্তানীদের পরামর্শে এই মহান নেতাকে হত্যা করে। বাঙালী জাতি এদিন কখনো ভুলবেনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বাজুস সহ-সভাপতি মো: আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার, মিলন কুমার, রায়দুলাল, যুগ্ম সম্পাদক মো: কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্দ্র কুমার, সদস্য দীনবন্ধু মিত্র, গৌরপদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার, উত্তম কুমার, নিমাই চন্দ্র সহ জেলা জুয়েলার্স সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাজুস সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার।