এফএনএস স্পোর্টস: আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে কারা ইনিংস উদ্বোধন করবেন―দেশের ক্রিকেটাঙ্গনে অনেক আলোচনার মাঝে এটাও অন্যতম। এক প্রান্তে তো লিটন দাস আছেনই। তার সঙ্গী কে হবেন? চোটের কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম ইকবাল। তাতে কী? আরেক তামিম তো আছেন…! বয়সভিত্তিক পর্যায়ে দারুণ পারফরম করে জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। ‘ছোট’ তামিম খ্যাত এই তরুণকেই লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। গতকাল মঙ্গলবার বিসিবিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মারমুখী ব্যাটার হিসেবে পরিচিত তামিমকে নিয়ে সুজন বলেন, ‘(তানজিদ) তামিমকে আমি দেখি আসলে… এ রকম যারা খেলে, তাদের থেকে আমরা কী আশা করি? দারুণ একটা সূচনা। তামিম ও রকমই ক্রিকেটার। সিনিয়র তামিমের ছোটবেলা যদি মনে করি, ও যে রকম ব্যাটিং করত, আমার মনে হয়, জুনিয়র তামিম একই রকম ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখেৃ আমি চাই ও ধরে রাখুক। ও যেন খুব একটা না বদলায়। আমরা যেন চাপ তৈরি না করি বাইরে থেকে।’ এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে আরো আছেন নাঈম শেখ। তবে লিটনের সঙ্গী হিসেবে তামিমকেই দেখছেন সুজন, ‘(তানজিদের খেলার সম্ভাবনা) অবশ্যই আছে। আমি মনে করি তামিম হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না, বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে। সেকেন্ড রাউন্ড (সুপার ফোর) খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশ খেলবে। সে রকম খেললে তো সুযোগ থাকবেই।’ তবে এশিয়া কাপে ভালো না করলেও তামিমের ওপর এখনই আস্থা হারাবে না বিসিবি―এটাও মনে করালেন সুজন, ‘ক্রিকেট এমন একটা খেলা সফল হবেন, ব্যর্থ হবেন। আমি মনে করি, এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়ার, বড় ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয়, আমি একটুও চিন্তা করব না। কারণ ‘এ’ দল, হাই পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। এটা আমাদের মানতেই হবে। তার পরও আমি আশা করি, তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। এশিয়া কাপে উইকেটও ভালো থাকবে।’