এফএনএস স্পোর্টস: সীমিত ওভারের ক্রিকেটে সময়ের সেরা স্পিনারদের একজন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টেস্ট ক্যারিয়ারের শুরুটা তার যদিও ভালো হয়নি। তবে অপার সম্ভাবনাময় ক্যারিয়ারের হাতছানি তো ছিলই। কিন্তু সেই সম্ভাবনার পথে ছোটার চ্যালেঞ্জ নিলেন না এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ২৬ বছর বয়সেই তিনি অবসরের ঘোষণা দিলেন টেস্ট ক্রিকেট থেকে। ক্রিকেট শ্রীলঙ্কা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। মূলত রঙিন পোশাকে ক্যারিয়ার আরও উজ্জ্বল ও দীর্ঘ করতেই সাদা পোশাকের পথচলায় তিনি ইতি টেনেছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। হাসারাঙ্গার সিদ্ধান্ত ক্রিকেট শ্রীলঙ্কা মেনে নিচ্ছে জানিয়ে বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, “আশা করি, সাদা বলের ক্রিকেটে সামনের পথচলায় হাসারাঙ্গা আমাদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।” সাদা বলের ক্রিকেটে হাসারাঙ্গা শ্রীলঙ্কা দলের অবিচ্ছেদ্দ্য অংশ বটে। ৪৮ ওয়ানডেতে তার উইকেট ৬৭টি। ৫ উইকেট নিয়েছেন ৩ বার। ৫৮ টি-টোয়েন্টিতে উইকেট ৯১টি, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৮৯। ব্যাট হাতেও আছে কার্যকর কিছু ইনিংস। নিজের দিনে ঝড়ো ব্যাটিংয়ে রাখতে পারেন অবদান। ক্রিকেট বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার চাহিদা বেশ। তবে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। চার টেস্ট খেলে তার উইকেট চারটি। সেই চার উইকেট নিয়েছিলেন অভিষেক ইনিংসেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সেবার ৪৫ ওভার বোলিং করে ১৭১ রান খরচায় চার উইকেট নিতে পেরেছিলেন তিনি। পরের কোনো টেস্টে আর কোনো উইকেট পাননি। ব্যাট হাতে ঝড়ো একটি ফিফটি করেছেন সেই অভিষেক ইনিংসেই। গত প্রায় আড়াই বছরে টেস্ট ক্রিকেটে দেখা যায়নি তাকে। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। তার যে স্কিল, তাতে টেস্ট ক্রিকেটে ভালো করার সম্ভাবনাও ছিল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে আরও অনেকের পথই বেছে নিলেন তিনি।