স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরবর্তীতে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমীর সভাপতিত্বে ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর শিক্ষা অফিসার আ: গনি, উচ্চমান সহকারী শেখ গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, রাকিব, আখতার হোসেন প্রমুখ। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আওতাধীন সাত উপজেলার উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের অংশ গ্রহনে সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আঃ গনি, কলারোয়া রোকনুজ্জামান, তালা সাইফুল ইসলাম, দেবহাটা আজহার আলী, শ্যামনগর শাহীন মিয়া (ভারপ্রাপ্ত), কালিগঞ্জ আশিষ, আশাশুনি রাকিব (ভারপ্রাপ্ত) প্রমুখ। উক্ত সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসাররাও অংশ নেন। জেলার প্রাথমিকের শিক্ষার মান উন্নয়নে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং দিক নির্দেশনা সমূহ যথাযথ দায়িত্বের মাধ্যমে পালনের আহবান জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।