সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতেও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে, জেলা পুলিশ ও সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম। তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সেনা বাহিনীর বিপথগামী কিছু সদস্য থানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠ জন। তিনি আরও বলেন তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু হত্যার প্রকৃত তথ্য জানতে হবে। স্বাধীনতা অর্জনকে আমাদের অনেকেই মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে মুছে দিতে চেয়েছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শোককে শক্তিতে পরিণত করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা লেখাপড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে গড়ে তুলবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানবে এবং তাঁর আদর্শকে লালন করবে। বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী তাহরিমা তাসনিম মাইশাকে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উন্নীত হওয়া সহ অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় এবং তাঁর অসাধারণ বক্তৃতা দানের জন্য প্রধান অতিথি তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম নাহার প্রত্যাশার সার্বিক বিষয়ের কৃতিত্বের কারণে পুলিশ সুপার তার শিক্ষা বিষয়ক যাবতীয় ব্যয়ভার বহন করার বিষয়ে দায়িত্ব গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা বিশেষ শাখার (ডি আই ও -১) ইয়াছিন আলম চৌধুরী, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক অরুন কুমার ঘোষ সহ বিদ্যালয়ের র্শিক্ষক মন্ডলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর রফিউল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com