এস এম জাকির হোসেন \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের মৃত শুকচান গাজীর পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, গত মাসখানেক আগে তাঁর ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার আসর নামাজ বাদ মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর নির্দেশে ও সাতক্ষীরা পুলিশ লাইন্সের উপ পরিদর্শক মহিউদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।পরবর্তীতে আড়ংগাছা বায়তুল ফালা জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেনের ইমামতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার ও জানাজা নামাজে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা সহ শোকসম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন, রতনপুর ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব মোজাফফর হোসেন, ডেপুটি কমান্ডার এশার আলি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, প্রধান শিক্ষক গাজী আব্দুর রফিক, প্রভাষক আব্দুল হাকিম সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।