কালিগঞ্জ প্রতিনিধিঃ “মুজিববর্ষে সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে মুজিববর্ষে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশনের বিপ্লব তপাদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। এর আগে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গ্যাস সিলিন্ডার থেকে ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা ও প্রতিকার বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, নানা কারণে দুর্যোগ আমাদেরকে আঘাত করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন আইন পাস করেছে। সরকারী খাল গুলো বন্দোবস্ত দেওয়ায় প্রাকৃতিক দুর্যোগকালীন সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব খাল গুলো দ্রুত উদ্ধার করতে পারলে দুর্যোগের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব।