মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে ৫ কেজি পুশ বাগদা জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার বেলা দশটার দিকে ইউনিয়নের সিংহর তলী ও দক্ষিণ ধল গ্রামে অভিযান চালিয়ে পুরষ্কৃত বাগদা চিংড়ি জব্দ করে। মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিওরতলী ও ধল গ্রামে কয়েকজন চিংড়ি ব্যবসায়ীরা অবৈধভাবে ভাতের জেলি দিয়েবাগদা চিংড়ি পুশ করছে এ খবর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালাই হাতেনাতে পুষ করা অবস্থায় দুইজনকে আটক করি। আটককৃত হলো সিংহর তলী গ্রামের সুভাষ রায়ের ছেলে জয়ন্ত রায় (৪০) ধাল গ্রামের পরান মন্ডল ছেলে বাবু মণ্ডল (৩০)। পুশ বাগদা সহ দুইজনকে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। বেলা ১২ দিকে শ্যামনগর উপজেলার সহকারী ভূমি আসাদুজ্জামান হরিনগর বাজারে জনসম্মুখে দুইজনকে ২ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ইউপির হরিনগর ভূমি অফিসের নায়েব কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, ইউপি সদস্য জিয়াউর রহমান, উৎপল জোরদার।