এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যস্ততার মাঝে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বিশ্ব আসরে নামার আগে শেষবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সিরিজে সবগুলো ম্যাচ হোম অব ক্রিকেটে খেলবে বাংলাদেশ। প্রায় ১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে তারা। বিশ্বকাপের আগে-পরে হতে যাওয়া এই দুই সিরিজের সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৭ সেপ্টেম্বর আসবে নিউ জিল্যান্ড। সেদিনই হবে এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে তাহলে স্বাগতিকদের আগেই এই দেশে চলে আসবে কিউইরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। দিবারাত্রির এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর বিশ্বকাপ খেলতে দুই দলই চলে যাবে ভারতে। যা শেষ হবে ১৯ নভেম্বর। এর এক দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। মূল সিরিজ শুরুর আগে ২৩ ও ২৪ নভেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। পরে ২৮ তারিখ শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে শেষটি। একমাত্র প্রস্তুতি ম্যাচ ও দুই টেস্টের ভেন্যু প্রকাশ করেনি বিসিবি।