এফএনএস স্পোর্টস: লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের প্রথম ম্যাচের মতো লিটন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ম্যাচেও। বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফারে ডাম্বুলার বিপক্ষে মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেছেন গল টাইটান্সের লিটন। টসে হেরে ব্যাট করতে নেমেই ভানুকা রাজাপাক্ষেকে হারায় গল টাইটান্স। দলীয় শূন্য রানেই আউট হন তিনি। তিনে নামা লিটন দাস ৭ বলে একটি চারের সাহায্যে ৮ রান সাজঘরে ফিরেন। দলটির হয়ে অভিষেক ম্যাচে লিটন করেছিলেন মাত্র ১ রান। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৭ বলে ১৯ রান করে তিনিও সাজঘরে ফিরেছেন। সাকিবের ইনিংসে ছিল ৩টি চারের মার। প্রতিবেদন লেখার সময় গলের স্কোর ১১ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। লাসিথ ক্রোসপুলে ৩৫ বলে ৫১ ও অধিনায়ক দাসুন শানাকা ৫ বলে ১০ রানে ব্যাট করছেন।