বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে গতকাল শহরের তালতলা স্কুলের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিনেরপোতা বাইপাস গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর আহবায়ক অধ্যাপক শের আলী, সদর উপজেলার আহবায়ক এড. নুরুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক নাছিরউদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্য দলের মাহমুদুল, এমএ রাজ্জাক, আজিজুর, সেলিম, জাকির হোসেন, রাজিবুল, ইসমাইল, শাহিন সহ সকল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি