শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

যে কারণে আগুনের ওপর হাঁটলেন নাঈম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: জাতীয় দলে নিয়মিত রান করেও ট্রলের শিকার হয়েছেন নাঈম শেখ। কিছুটা ¯েøা ব্যাটিংয়ের কারণেই সমালোচিত হচ্ছিলেন। এই সমালোচনার মাঝে জাতীয় দল থেকে বাদও পড়েছেন তিনি! এরপর গত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বোচ্চ রান করলে জাতীয় দলের দরজা তার জন্য আবারও খুলে গেছে। আগামী সপ্তাহে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন। এবার সুযোগ পেয়ে প্রস্তুতির কোনো ঘাটতি রাখছেন না। মানসিক শক্তি বাড়াতে অনুশীলনের অংশ হিসেবে হেঁটেছেন আগুনের ওপর। ফর্মহীনতা ও ইনজুরিতে ছিটকে যাওয়া তাসকিন আহমেদও কঠোর পরিশ্রম করেছিলেন একই কায়দায়। তিনিই মূলত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমবার আগুনের ওপর হেঁটে মানসিক শক্তি বাড়ানোর উদাহরণ হয়ে থেকেছেন। তার দেখাদেখি নুরুল হাসান সোহানও একই কাজ করেছিলেন। এবার তাদের অনুসরণ করলেন নাঈম শেখ। মূলত লক্ষ্যে অবিচল থেকে সাফল্যের শিখরে পৌঁছাতে নিজের মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাইতো অনেক স্পোর্টসম্যানদের এভাবে মানসিক শক্তি বাড়ানোর ট্রেনিং করতে দেখা যায়। নাঈম নিজের ফেসবুক পেজে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই আগুনের ওপর হাঁটতে দেখা যায় তাকে। জাতীয় দলের তারকা দুই ক্রিকেটার ছাড়া ফুটবলার আনিসুর রহমান জিকোও একসময় সাবিতের কাছে মাইন্ড ট্রেনিং নিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের সঙ্গে দাঁড়িয়ে আছেন নাঈম। সামনে আগুনের পাটি বিছানো। সাবিত দিক নির্দেশনা দিচ্ছিলেন। ওই অনুযায়ী আগুনের ওপর হেঁটে যাচ্ছেন নাঈম। পোস্ট ক্যাপশন হিসেবে নাঈম লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’ ঘরোয়া ক্রিকেটে ভালো করে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেলেও নাঈম ভালো করতে পারেননি। এশিয়া কাপের আগে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইছেন। এর আগে তাসকিন ও সোহানও মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হয়ে নিজেদের ফর্ম খুঁজে পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com