এফএনএস: বাগেরহাটের মোংলায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা খেয়ে মামা ভাগ্নেসহ তিন আরোহীর প্রাণ গেছে। উপজেলার মৌখালী এলাকায় গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্তি পুলিশ (মোংলা ও রামপাল সার্কেল) মো. আসিফ ইকবাল জানান। নিহতরা হলেন- মোংলা পৌরসভার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর ফকির ছেলে বায়জিদ (২৫), তার বোনের ছেলে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২২)। স্থানীয়দের বরাতে অতিরিক্তি পুলিশ সুপার বলেন, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারে মেলা দেখে ওই তিনজন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেলে তিন আরোহী ছিটকে পড়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে মোংলা থানায় রাখা হয়েছে বলে জনান এ পুলিশ কর্মকর্তা।