কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আ’লীগের আয়োজনে পৃথকভাবে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত¡ওে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেলা আ’লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজি, মারুফ মেম্বর, মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর আলপাজ উদ্দীন,শফিউল আজম প্রমুখ। এ ছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিবিন্ন এলাকা থেকে আগত শতশত নেতাকর্মী। অপরদিকে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তক্য রাখেন ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল,ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন হাবিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।