স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে ফুটপথ দখল করে ব্যবসা করে যানজট সৃষ্টি করেছে ব্যবসায়ীরা। পরিবহন চলাচল সহ যাত্রী সাধারন নিরাপদ চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এমন চিত্র যেন শহরের সর্বত্র। এ যেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে সাতক্ষীরা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান পাকাপুল ব্রীূজ ও বড় বাজার ব্রীজ এর দুই ধারে বিভিন্ন ফলের পরসা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। এখানে সামান্যতম ফুটপথে জায়গা খালি নেই। কোন ক্রেতা পণ্য ক্রয়ের জন্য দাড়িয়ে গেলে ইজিবাইক, ভ্যান, চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস চলাচলে যানজট লেগে থাকে। এমন চিত্র শহরের নিউ মার্কেট মোড়, ইটাগাছা হাটের মোড়, ডেনাইট কলেজ মোড়, খুলনা রোড মোড়। এসব এলাকায় প্রায় যানজট লেগে থাকে। ফুটপথ দখল করে ঐসব এলাকায় ব্যবসা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না। এমন অবস্থা বিদ্যমান থাকলে যানজটের কবলে থাকবে শহরবাসী। শহরে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপথ দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ কেউ ব্যবস্থা গ্রহন করছে না। এমন পরিস্থিতি বিদ্যমান থাকলে যানবাহন সহ যাত্রীসাধারন দূর্ভোগের কবলে পড়বে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।