কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারী মানবাধিকার সংস্থা “নাগরিক উদ্যোগের” আয়োজনে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্টির অর্ন্তভূক্তির বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হিজড়া,প্রতিবন্ধীসহ বিভিন্ন নৃ-গোষ্টির উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফুল হোসেন, উপজেলা সহকারী প্রোগাম অফিসার মোতাহার হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজা,সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম আনিছুর রহমান, মাস্টার শাহাজাহান আলী শাহিন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, সরদার ইমরান হোসেন, রাজু রায়হান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন,দেলোয়ার হোসেন, আরতী পাল, এজাজ,সুজন,নাগরিক উদ্যোগের বিভাগের সহকারী সমন্বয়কারী পলাশ দাসসহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগের জেলা ভলান্টিয়ার দুলাল দাস।