শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

কুশুলিয়া রাজারগ্রামে সুপেয় পানির প্লান্টের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন এস এম জগলুল হায়দার এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কুশুলিয়া ইউপি”র ১নম্বর ওয়ার্ডের বজারগ্রামে( ব্রীজের নীচে) সুপেয় পানির প্লান্টের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মঙ্গলবার বিকালে ব্রীজের নীচে মদিনার দড়গা সংলগ্ন স্থানে কুশুলিয়া ইউপির চেয়ারম্যান শেখ আবুল কাশেম মেহাম্মাদ আব্দুল­াহ্র সভাপতিত্বে এবং সাংবাদিক শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য এস এম জগলুল হায়দার এমপি বলেন কাঁকশিয়ালী নদীর গা ঘেঁসে অতি ঘনবসতি এলকার লবনাক্ত পানি চেয়ারম্যান এলকার মানুষের সুুুুুুুুুুুুুুুুুুপেয় পানির জন্য আমার নিকট বলা আমি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে সুপেয় পানির প্লান্টের বরাদ্ধ দেয়। আপনাদের জন্য কাজ করে যেতে চাই অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের আ“লীগ নেতা কওফিলারা স্বজল,শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, আ“লীগের নেতা রামকৃষ্ণ মন্ডল, পতিত তাপন মন্ডল, মোঃ আশরাফ আলী,কালিগঞ্জ মহিলা আ“লীগের সভানেত্রী জেবুনে”ছা, ইউপি সদস্য মুছা সদ্দার,আলহাজ্ব এস এম ময়না সহ কুশুলিয়া ইউপির সকল সদস্য সদস্যাবৃন্দ প্রমুখ। অত্র এলকার হাজার মানুষের দীর্ঘ দিনের প্রানের দাবি সুপেয় পানির আশা এমপির মাধ্যমে পূরণ হওয়ায় হাজার হাজার নারী পুরুষের মাঝে আনন্দের উল­াস পরিলক্ষিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com