শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

গাঁজা সেবনে নিষিদ্ধ হয়েও বিশ্বের দ্রততম মানবী শা’কারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০২১ সালের টোকিও অলিম্পিক গেমসের আগে ইউএস ট্রায়ালে মেয়েদের ১০০ মিটারে জিতে চমক দেখান শা’কারি রিচার্ডসন। বিশ্বের নজর কাড়েন তিনি। ধারণা করা হচ্ছিল, বড় কিছু করতে যাচ্ছেন এই আমেরিকান স্প্রিন্টার। কিন্তু আকস্মিকভাবে নিষিদ্ধ হন। ডোপ টেস্টে তার শরীরে গাঁজার নমুনা পাওয়া যায়। একমাস নিষিদ্ধ হওয়ার কারণে আর টোকিওতে যাওয়া হয়নি শা’কারির। মায়ের মৃত্যু শোকে গাঁজা সেবনের কথা স্বীকার করেন তিনি। তবে হাল ছাড়েননি। নিজেকে তৈরি করেন বড় মঞ্চের জন্য। যার ফল পেলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসে। সোমবার হাঙ্গেরির বুদাপেস্টে ৯ নম্বর লেনে দৌড় শুরু করেন শা’কারি। জ্যামাইকান দুই স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ও শেলি অ্যান ফ্রেজার-প্রাইসকে ফিনিশিং লাইনের কয়েক মিটার দূর থেকে পেছনে ফেলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপসে রেকর্ড ১০ দশমিক ৬৫ সেকেন্ড টাইমিং গড়ে হন বিশ্বের দ্রæততম মানবী। টোকিওতে স্বর্ণজয়ী ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তৃতীয় হন, জেতেন ব্রোঞ্জ। জ্যাকসন ১০.৭২ সেকেন্ডে অর্জন করেন রৌপ্য। ইউরো স্পোর্টকে শা’কারি বলেন, ‘আমার অবাক লাগছে। মনে হচ্ছে পরিশ্রমের ফল পেলাম। আমি নিজেকে উৎসর্গ করেছিলাম। এই মৌসুমে আমার বিশ্বাসের জায়গাটা শক্ত রেখেছিলাম। জানতাম অনুশীলন যে কাউকে সামনে এগিয়ে নেয়। আমি কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com