বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক ২ দিনব্যাপী গ্রাম্য মেলা ২০২৩ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্প কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, এনজিও প্রতিনিধি, কারিতাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে কারিতাস খুলনা অঞ্চলের শ্যামনগর সিএম এল আরপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. সুমন কুমার মালাকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, মোঃ জিল্লুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রজেক্ট অফিসার এন্ড্রিকো মন্ডল। উক্ত ২ দিন ব্যাপী মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের ১৫ টি স্টল তাদের সেবার কার্যক্রম গুলো জনসাধারণের মাঝে প্রদর্শন ও উপস্থাপন করেন।