দৃষ্টিপাত রিপোর্ট \ প্রকৃতির নিষ্ঠুরতা আর অতি বৃষ্টিতে বারবার সাতক্ষীরার উপকূল বিবর্ণ, বিধ্বস্থ হয়েছে। জনমানুষের দূর্ভোগ, দূর্যোগের ধারাবাহিকতা থেমে নেই। আবার ও উপকূলীয় এলাকায় কালো মেঘের ঘনঘটা, প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা করা হচ্ছে। নিকট অতীতের আইলা, সিডর, আম্ফান, বুলবুলের ক্ষত এখনও শুকায়নি। গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত অব্যাহত আছে। পক্ষকাল পূর্বে বিরামহীন বৃষ্টিতে আকাশ বন্যার পরিস্থিতির অবতরনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও আগামীতে অতি বৃষ্টিপাত হলে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ ভেড়িবাঁধে আবার ও ফাঁটলে ফাঁটলে অরক্ষিত হবে, ঢসে পড়ে ইছামতি খোলপেটুয়া, কালিন্দী আর রায়মঙ্গলের অভিশপ্ত লবনাক্ত পানি জন সমাজে প্রবেশ করবে। এই মুহুর্তে প্রয়োজন টেক সই ভেড়িবাঁধ। সুখের খবর দেশের সর্ব দক্ষিনের সুন্দর বনের কোল ছেড়ে দ্বীপ ইউনিয়ন গাবুরা রক্ষায় মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। অতি দ্রুততার সাথে গাবুরা রক্ষা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের দুঃখের শেষ নেই। খোলপেটুয়ার রাক্ষুসে পানির আগ্রাসী ছোবলে জোয়ারভাটা প্রবাহিত হওয়া বন্ধ হলেও এখনও পর্যন্ত ইউনিয়নটির বিস্তীর্ন এলাকা জলাবদ্ধতার কবলে, উপকূলীয় এলাকার অধিবাসীদের উদ্বেগ, উৎকণ্ঠা আর অচলাবস্থার সাথে আবার একাকার হওয়ার উপক্রম ঘটেছে শহরের জীবনযাত্রা। চলমান বৃষ্টিপাতের কল্যানে সাতক্ষীরা শহরের উলেখযোগ্য অংশ পানিতে মিশেছে। আবাসিক এলাকার পানির সাথে দূর্ভোগময় জীবন যাপন করছে পৌরবাসি, শহরের কর্মব্যস্ত কালেক্টর চত্বর পানিতে থৈ থৈ করছে। শহরের অভ্যন্তরের সংযোগ সড়ক গুলোর অবস্থা বিপদজনক, শুষ্ক মৌসুমের গর্ত, গাড্ডা বর্তমান সময়ে পানি জমে বড় বড় খানা খোন্দকের রূপ ধারন করেছে এবং অতি বিপদজনক পরিস্থিতি অতিক্রম করছে। সাতক্ষীরা শহরের অভ্যন্তর দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালটি দখলে, দূষনে স্রোতহীন, গতিহীন মরা খালে পরিনত হয়েছে। আর এ কারনে প্রাণ সায়ের শহরের পানি নিষ্কাষনে সামান্যতম ভূমিকা পালন করতে পারছে না। বারবার প্রাণ সায়েরের প্রাণ ফেরাতে খনন আর পুনঃ খননের নামে দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রাণ সায়ের যেমন প্রাণ ফিরে পাইনি অনুরূপ অস্বাস্থ্যকর বাকরুদ্ধ বৃদ্ধে পরিনত হয়েছে। জলাবদ্ধতায় দৃশ্যতঃ সাতক্ষীরা শহর আচ্ছন্ন, পানি নিষ্কাষনের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকিকরনের বিকল্প নেই। গতকাল দিনে বৃষ্টিপাতের কারনে অধিকাংশ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালে শহরবাসি দেখেছে পানি বিহীন সড়ক কিন্তু দুপুরের পর থেকে সড়ক গুলোতে বৃষ্টির পানি জমে অচলাবস্থা সহ যাতায়াত ও যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। উপকূলীয় এলাকার ভেড়ীবাঁধের টেকসই নির্মান সেই সাথে শহরের জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহনের বিকল্প নেই।