বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী অমল কৃষ্ণ মন্ডল মৃত্যু বরণ করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলার সদস্য সচিব মনোদীপ মন্ডল এর পিতা। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘ তিন বছর পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় গতকাল ২৩ আগস্ট বুধবার সকাল ৮টা ২০মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। অমল কৃষ্ণ মন্ডল তার কর্ম জীবনে ও ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক উন্নয়ন মূলক কাজ করে গিয়েছেন। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সহ বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। অমল কৃষ্ণ মন্ডলের বাড়িতে উপস্থিত হয়ে গভীরভাবে শোক প্রকাশ, আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উপদেষ্টা পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শিক্ষক রনজীৎ দেবনাথ, হিন্দু পরিষদ উপজেলা শাখার সভাপতি অনাথ মন্ডল, সহ-সভাপতি শ্রীনিবাস দাস, সদস্য সচিব উৎপল মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।