বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগস্ট বুধবার বিকাল ৪ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাস, জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা, চিংড়েখালি ফজলুল উলুম মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, হাজী অইজুদ্দিন মাদ্রাসা সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন থানা শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শাখা সেক্রেটারি মাওঃ আবু বক্কর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাবেক সভাপতি এস এম মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।