স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আহছানিয়া মিশন মাদ্রাসার আয়োজনে গতকাল বেলা ১১টায় মাদ্রাসা ভবনের ২য় তলায় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আ’লীগ নেতা প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, দারুল হাদীস আহমাদিয়া সালফিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ সোহেল বিন আকবার মাদানী, শ্যালে্য আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: নুরুল ইসলাম। উলেখ্য এবার আহছানিয়া আলিম মাদ্রাসা থেকে ৪০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহন করবেন। এসময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও: আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো: নাছির উদ্দিন।