রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

নূরনগর পাবলিক লাইব্রেরির উদ্যোগে তিন গুণী ব্যক্তির স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার নূরনগরে প্রধান শিক্ষক গোপীনাথ ঘোষ, শিক্ষক ইখতিয়ার আহমেদ ও কবি বাবর আলী সরদার এর স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় নূরনগর পাবলিক লাইব্রেরির আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক, আলেম ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বর্গীয় গোপীনাথ ঘোষ, ১০৪ নং লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্রিড়া ব্যক্তিত্ব কীর্তিমান ফুটবলার প্রয়াত ইখতিয়ার আহমেদ এবং আঞ্চলিক কবি ও গীতিকার প্রয়াত বাবর আলী সরদার এর স্মৃতিচারণ এবং তাদের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরির সভাপতি ব্যাংক কর্মকর্তা মোঃ সওকাত ওসমান এর সভাপতিত্বে উল্লেখিত ব্যক্তিদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, খুলনা সুন্দরবন কলেজের উপাধ্যাক্ষ ড. ডি এম মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, নূরনগর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনির আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। আলোচনা সভা শেষে তাদের আত্মা, রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম। উল্লেখ্য প্রধান শিক্ষক গোপীনাথ ঘোষ গত ৩ আগস্ট, শিক্ষক ও ক্রিড়া ব্যক্তিত্ব ইখতিয়ার আহমেদ ৩০ জুলাই ও আঞ্চলিক কবি বাবর আলী সরদার ২৯ জুলাই ২০২৩ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com