এফএনএস: রাজধানীতে ক্ষমতাসীনদের পদত্যাগের দাবিতে কালো পতাকা নিয়ে গণমিছিল কর্মসূচি করেছে বিএনপি। একই সময়ে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। রাজধানীজুড়ে দেশের প্রধান দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার সরেজমিন দেখা গেছে, রাজধানীর নয়াপল্টন ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা বেশি। এই দুই এলাকায় ফুটপাত ছেড়ে রাস্তায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশিও করে পুলিশ। পুলিশ জানায়, যেহেতু বেশ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে বিপুল সংখ্যা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে খÐ খÐ মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন ¯েøাগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখর করে তুলেন। দলটির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে কালো পতাকা মিছিল বের করে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি কালো পতাকা মিছিল করে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড পর্যন্ত আর মহানগর দক্ষিণ বিএনপি করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত। অন্যদিকে, বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ হয়।