বিশেষ প্রতিনিধি \ র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের এক অভিযানে যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে শ্যামনগর উপজেলায় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী বুড়িগোয়ালিনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ আগস্ট রাত আনুমানিক ২ টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম শ্যামনগর উপজেলার হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় প্রধান আসামীর সহোযোগীসহ ভিকটিমকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট ২০২৩ তারিখ শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করে। মোঃ কিবরিয়া শ্যামনগর বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হক এর পুত্র। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, কিবরিয়াকে ২৫ আগস্ট শুক্রবার সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য কিবরিয়া উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহর করা মামলায় ১৪ বছর সাজা প্রাপ্ত আসামী ছিলেন।