স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েকদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান এই কোর্সের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায় এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধিত হয়। এই প্রশিক্ষন থেকে পুলিশ সদস্যদের দক্ষ ও স্মার্ট হিসাবে গড়ে উঠবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা।