বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ আগস্ট শনিবার দুপুর ১টায় উপজেলার প্রাণকেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা সড়কে পশু হাসপাতালের বিপরীতে অবস্থিত ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান শেখ নাছিম হায়দার রিপন এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাগোযুব ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এর শ্রদ্ধেয় পিতা প্রাক্তন সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ জলিল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ভাইস চেয়ারম্যান সুনীল হালদার, ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাহুল মোদক, ডেন্টিস্ট কাজী মুহিবুর রহমান, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর আর এম ও ডাঃ আছিয়া আক্তার স্বপ্না, নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক, মোঃ ছাবের মিস্ত্রি, স্বেচ্ছাসেবক স ম ওসমান গনী সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে ডক্টর’স ডোর পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম.এ জলিলকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। এরপর উপস্থিত সকল অতিথিবৃন্দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ ভাবে কেক কাটা হয়। কেক কাটা শেষে দোয়া মোনাজাতের পরই সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।