বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার এক আসামী ও ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে শনিবার এসআই মিঠুন মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার কুল্যা ইউনিয়নের হামকুড়া গ্রামের রমজান সরদারের ছেলে সুমন সরদার (২২) কে মাদকদ্রব্য বিক্রয়কালে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হামকুড়া এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে এ বিষয়ে আশাশুনি থানায় মামলা নং-৩২(০৮)২৩ রুজু করা হয়। অপরদিকে, এসআই বিজন কুমার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মামলা নং-৩১(৮)২৩ এর আসামী উপজেলার শ্রীউলা ইউনিয়নের মধ্যম পুইজালা গ্রামের রবীন্দ্র শীল এর ছেলে অমৃত শীল (১৯) কে হাড়িভাঙ্গা বাজার হতে আটক করেন। এছাড়াও এসআই মুহিতুর রহমান ও এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্স সহ নন-জিআর পরোয়ানা-৭৩/২৩ এর আসামী উপজেলার গোকুলনগর গ্রামের মৃত ছবেদ মোল্যার ছেলে ফায়জুল মোল্যা ও তার ছেলে আবু রায়হানকে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে বিচারার্থে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।