এফএনএস স্পোর্টস: বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ আয়োজনের অনুমোদন পাওয়ায় ধরেই নেওয়া হয়েছিল এএফসি কাপও হতে পারবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। গত শুক্রবার সেটিই আনুষ্ঠানিকতা পেয়েছে। গত বৃহস্পতিবার এএফসি আসরের যে সূচি চ‚ড়ান্ত করেছে, তাতে কিংসের তিনটি হোম ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনাই। যেখানে এএফসির প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচটি হবে ২ অক্টোবর। বসুন্ধরা কিংস সেদিন আতিথ্য দেবে ওড়িশা এফসিকে। ৭ নভেম্বর ‘বিগ ম্যাচ’। এদিন মোহনবাগান সুপার জায়ান্ট আতিথ্য নেবে কিংসের। শেষ ম্যাচটি হবে ২৭ নভেম্বর মাজিয়া এফসির বিপক্ষে। প্রথম ও শেষ ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, অর্থাৎ কিংস অ্যারেনায় তিনটি ম্যাচই রাতে ফ্লাডলাইটের আলোতে। কিংস এএফসি কাপ মিশন শুরু করবে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে মাজিয়া এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে ওড়িশার বিপক্ষে খেলে তৃতীয় ম্যাচে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আতিথ্য নেবে তারা মোহনবাগানের। পরের ম্যাচটিই ঘরের মাঠে মোহনবাগানের বিপক্ষে। মাজিয়ার বিপক্ষে পরের ম্যাচটিও ঘরের মাঠে। ১১ ডিসেম্বর শেষ ম্যাচ খেলবে তারা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার বিপক্ষে। টি-স্পোর্টস সবগুলো ম্যাচ সরাসরি স¤প্রচার করবে।