বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় মা ও পুত্র গুরুতর আহত, থানায় মামলা, গ্রেফতার এক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে সন্ত্রাসী হামলায় মা ও পুত্র গুরুতর আহত, থানায় মামলা। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলা সূত্রে জানাযায়, গত শনিবার ২৬/৮/২০২৩ তারিখ রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিন হাজীপুর গ্রামের গফফার মোল্লার পুত্র বাবলু মোল্লা দীর্ঘদিন ধরে ঘটনাস্থল নূরনগর ত্রিমোহনী মোড় সংলগ্ন সাংবাদিক পলাশ দেবনাথের বাড়ির সামনে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে থাকে। এই বিষয়ে পলাশ দেবনাথ এর মা জবা রানী প্রতিবাদ করলে পরবর্তীতে গফফার মোল্যার তিন পুত্র বাবলু মোল্লা (৪৭), লাভলু মোল্লা (৪৫) ফজলু মোল্লা (৩৬) সহ আরও কয়েকজন পলাশ দেবনাথ এর বাড়ীর সামনে এসে তার মা জবা রানী (৬০) এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করলে জবা রানী গুরুতর আহত হয়। মারপিট ও টানা হেচড়ার করে তার কাপড় চোপড় ছিড়ে শ্রীলতাহানী করে এবং জবা রানীর পরিহিত গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়। খবর পেয়ে জবা রানীর পুত্র পলাশ দেবনাথ (৪২) ঘটনাস্থলে এসে ঠেকাতে গেলে তার মাথায় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় পলাশ দেবনাথের পিতা অসিত কুমার দেবনাথ ও তার ছোট ভাই শিমুল দেবনাথ ঠেকাতে গেলে তাদেরও মারপিট করে ফোলা জখম করে। হামলাকারীরা শিমুল দেবনাথের গ্যাস সিলিন্ডারের দোকানে হামলা করে দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার সহ মুল্যবান মালামাল ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় জবা রানী দেবনাথ ও পলাশ দেবনাথ কে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিমুল দেবনাথ ও তার পিতা অসিত কুমার দেবনাথ প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে পলাশ দেবনাথ ও তার মা জবা রানীর শারীরিক অবস্থা আশঙ্খা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিমুল দেবনাথ বাদী হয়ে ৩ জনকে আসামি ও ৩/৪ জনকে অজ্ঞাত নামা করে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৩১, তারিখ ২৭/০৮/২০২৩। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, পলাশ দেবনাথ ও তার মায়ের উপরে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বাবলু মোল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com