স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় হাসিমুখ সেঞ্চুরী একাডেমীর উদ্যোগে জেলা সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে কাজের সামগ্রী ও গাছের চারা বিতরন করা হয়েছে। আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বিকালে শহরের বিসিডিএস ভবনে হাসিমুখ সেঞ্চুরী একাডেমীর প্রতিষ্ঠিতা জেলা আ’লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। তিনি বলেন, জেলা আ’লীগের নেতা এজাজ আহমেদ স্বপন দীর্ঘ দিন সাধারন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তৃণমূল মানুষের জন্য তার আলাদা ভাবনা রয়েছে। দূর্যোগকালীন সময়ে শাক-সবজি এমনকি রুটি প্রদানের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এখন সে সকল পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরন করেছে। সেলুন মালিকদের মাঝে চারা বিতরন এটি একটি মহৎ উদ্যোগ। আপনারা গাছ শুধু রোপন করে বসে থাকবেনা। এটিকে সঠিক ভাবে পরিচর্যা করতে হবে। জেলা শহরের বাসিন্দাদের জন্য হাইব্রিড চারা প্রদান করলে ভাল হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন পৌর আ’লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আলী, জেলা সেলুন মালিক সমিতির সভাপতি ভৈরব দাশ, সাধারন সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, সমাপনী বক্তব্য রাখেন জেলা আ’লীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এখানে খেলা-ধুলা, লেখাপড়া সহ সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। উৎপাদনের দিক থেকে সাতক্ষীরা মাছ, শাক-সবজি, আম, কুল ভূমিকা প্রশংসনীয়। এখানে ভোমরা বন্দর রয়েছে। বসন্তপুর বন্দর চালু হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরাকে আরো এগিয়ে নিতে হবে। এসময় জেলা সেলুন মালিক সমিতির বহু সদস্য উপস্থিত ছিলেন।