বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর চর থেকে শাওন হাওলাদার (২৬) নামের এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, শাওন খুলনার খালিশপুর এলাকার সেলিম হাওলাদারের পুত্র। পারিবারিক সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার বিকেলে সে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। ঐদিন দিবাগত রাত ১০ টার পর থেকে তার ব্যবহরিত মোবাইল ফোন বন্দ পাওয়া যায়। পরদিন শাওনের ফেসবুক আইডি সচল পাওয়া যায়। এতে স্বজনদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পারিবারিক ভাবে নিখোঁজ ভেবে শাওন কে খোজাখুজি করতে থাকে। বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, রবিবার কাজীবাছা নদীতে মাছ ধরতে গিয়ে এলাকা বাসী ১ টি লাশ চরেবেধে থাকতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ কে খবর দেয়। নৌ পুলিশ স্থানীয় বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতায় লাশটি নদীর চরথেকে উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা সরেজমিনে পৌঁছে লাশটি দেখে তারা শাওন হাওলাদারের মর্মে সনাক্ত করে। এ রিপোর্ট লেখা কালিন থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামি ধরার অভিযান পুলিশ অব্যহত রেখেছে।