স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত হল পাটকেলঘাটা থানার বড় গাছা গ্রামের রামপ্রসাদ ঘোসের পুত্র হৃদয় ঘোষ (২১)। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গায় পাথর ঘাটা টু রায়পুর সড়কের পাথরঘাটা ব্রীজের উপর হইতে আসামী চলাচল কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত আসামীর কাছ থেকে ২০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য ৬০০০০/= টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।