দৃষ্টিপাত রিপোর্ট \ একমাস পূর্বেও ভাল মানের প্রতিটি ডাবের মুল্য ছিল ৩০ থেকে ৪০ টাকা, কিন্তু বর্তমানের চিত্র ভিন্ন এই বাজারে চলছে অরাজকতা আর মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া। সারা দেশের চিত্র এমন। রাজধানী ঢাকায় প্রতিটি ডাব ১৫০/২০০ টাকায় বিক্রি করার ঘটনা ঘটেছে অবশ্য ভোক্তা অধিকার ডাব বাজার কিছুটা নিয়ন্ত্রনে। সাতক্ষীরার ডাব বাজারেও অস্থিরতা, অরাজকতা এবং মুল্যবৃদ্ধির ঝাজ থেমে নেই। বর্তমানে জেলা শহর সহ বিভিন্ন বাজার গুলোতে ৬০/৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে ডাব। ডাবের মুল্য বৃদ্ধি এবং ক্রেতা সাধারনের জন্য অস্বস্তির বিষয়টি সামনে রেখে দৃষ্টিপাতের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জেলার ডাব ব্যবসায় সিন্ডিকেট চক্র থাবা বসিয়েছে। স্থানীয় ভাষায় খেতোয়াল নামধারীরা কেউ কেউ আবার বলেন ডাব গাছ ক্রয় কারী এরা গ্রামে গ্রামে যেয়ে ডাব ভর্তি গাছ দরদাম করে ক্রয় করেন। ডাব গাছ মালিক প্রতিটি গাছের কান্দি হিসেবে আবার সংখ্যায় গাছ বিক্রি করে থাকেন, একাধিক ডাব গাছ মালিকের সাথে কথা বলে জানাগেছে প্রতিটি ডাবের মূল্য হিসেবে তারা ২০/২৫ টাকা পেয়ে থাকে অন্যদিকে ছোট আকৃতির ডাবের ক্ষেত্রে মূল্য আরও কম। খেতোয়াল নিজেই গাছে উঠে ডাব আহরনের (পাড়ার) কাজ সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে খেতোয়ালের বিনিয়োগ যৎসামান্য থাকে সেই সাথে মজুরী। সব মিলে প্রতিটি ডাব সর্বোচ্চ ৩৫/৪০ টাকায় বিক্রি করতে পারেন। কিন্তু সাতক্ষীরার বাস্তবতায় কোন কোন এলাকায় বিশেষ করে শহরের কালেক্টর চত্বরে, পুরাতন কোর্ট এলাকা, বড় বাজারে, সার্কিট হাউজ মোড়ে, বাজার মোড় সহ বিভিন্ন এলাকাতে ভ্যান ভর্তি আবার টাঙ্গিয়ে প্রতিটি ডাব ৮০/৯০ বিক্রি করে। যা ক্রেতা সাধারনের জন্য কেবল ভোগান্তী নয় এক ধরনের জিম্মি করার সামিল। খেতোয়ালরা গ্রামের ডাব সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে পাইকারী বিক্রি করে। সাতক্ষীরার শহর কেন্দ্রীক কতক ডাব ব্যবসায়ী বিভিন্ন এলাকার ডাব পাইকারী ক্রয় করে সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছানুযায়ী মূল্য নির্ধারন করছে। সুখের বিষয় সাতক্ষীরার ডাব বাজারে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রন করার পথে নেমেছে। ইতিমধ্যে ডাব বিক্রেতাদের কে ট্রেডলাইসেন্স সংগ্রহ এবং ক্রয় বিক্রয়ের রশিদ রাখার বিষয়ে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন সেটাও জনবান্ধব এবং অসাধু সিন্ডিকেট ধারী ব্যবসায়ীদের দৌরাত্ব কমাবে। অতি প্রয়োজনীয় এবং ঔষধী গুন সমৃদ্ধ ডাবের অপরিহার্যতাই সিন্ডিকেট এর কালো হাত এই বাজারকে অস্থির করে তুলছে। একাধিক ডাব বিক্রেতার সাথে কথা হলে তারা জানান সা¤প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দূর্যোগ এবং বৃষ্টিহীনতার কারনে জেলায় ডাবের উৎপাদন যথাযথ না হওয়ায় চাহিদা অপেক্ষা যোগান কম বিধায় মূল্য বৃদ্ধি বিক্রেতাদের এমন বক্তব্যের সাথে একমত নন ভোক্তারা কারন বিক্রেতারা গ্রাম হতে অর্থাৎ গাছ সহ ডাব ক্রয় করছে যার ক্রয় মূল্য প্রতিটি ২০/২৫ টাকার মধ্যে সীমাবদ্ধ। সাতক্ষীরা বরাবরই ডাব উৎপাদনে এগিয়ে, লবনাক্ত স্থানীয় সহনীয় হওয়ায় উপকূলীয় এলাকাতে প্রচুর ডাব উৎপাদন হয়। সাতক্ষীরার এক শ্রেনির ডাব ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় রাজধানী কাওরান বাজারের আড়ৎগুলো ডাবের চালান পাঠাচ্ছে, কোন কোন বিক্রেতা বলছেন সা¤প্রতিক সময় গুলোতে ডেঙ্গু জ্বরের কারনে ও ডাবের চাহিদা এবং মূল্য বৃদ্ধি ঘটেছে। জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারি অফিস গুলোর দীর্ঘদিন যাবৎ ডাবের উপস্থিতি। এক শ্রেনির ডাব বিক্রেতারা অফিস গুলোতে ডাব দিয়ে ইচ্ছানুযায়ী মূল্য নিচ্ছে। সাতক্ষীরা ডাব উৎপাদনকারী জেলা দেশী ডাবের পাশাপাশি হাইব্রীড, ফিলিপাইন ডাবের উৎপাদন ও বেড়েছে। বিধায় ডাবের উর্ধমূল্য কেবল মাত্র অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজি, ভোক্তা অধিকার মাঠে থাকলে উপকৃত হবে ক্রেতারা।