আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক দুই দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প” এর আওতায় প্রশিক্ষণ কর্মশালার শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় ফেসিলেটর জহির উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলাতে কর্মরত এনজিও গুলোর সমন্বয়ক, মৌমাছি এনজিও’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমূখ। ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ওয়েব ভাউন্ডেশনের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।