স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ম্যাজিষ্ট্রেসী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করলেন সুমি আহমেদ। বুধবার তিনি যোগদান করলে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি ফুলেল শুভেচ্ছা জানান। আদালত সূত্রে জানা যায় নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুধবার বিচারকার্য পরিচালনা তথা প্রথম কর্ম দিবস (কোর্ট) করেন। প্রথম দিনে এজলাসে উঠে তিনি উপস্থিত আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আদালত পরিচালনার জন্য সংশ্লিস্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। ন্যায় বিচারের স্বার্থে বার ও বেঞ্চের চমৎকার সম্পর্কের উপর গুরুত্বদেন। নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমী আহমেদ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালের ২২ মে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন।