দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ হারানো মোবাইলে ফোন উদ্ধার পরবর্তি মালিকের কাছে হস্তান্তর করলেন। গতকাল দেবহাটা থানা ওসি বাবুল আক্তার উদ্ধার করা ফোনটি মালিকের হাতে তুলে দেন। সখের মোবাইল ফোন টি পেয়ে ফোন মালিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসি বাবুল আক্তার বরেন পুলিশ জনবানধব, জনগনের বন্ধু পুলিশ তার দায়িত্ব পালন করেছে।