নগরঘাটা প্রতিনিধি \ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে যুব নেতৃ্ত্েব স্কুল ভিত্তিক যুব ও নারীবান্ধব স্পেস (কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা পারভীন সেঁজুতি। প্রকল্পের কার্যক্রম ও কমিটি গঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। তিনি বলেন, যুব-বন্ধুত্বপূর্ন স্থানের মাধ্যমে পারস্পারিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা, শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, বিভিন্ন কর্ম-পরিকল্পনা করে সেগুলো বাস্তবায়ন করা এই প্রকল্পের উদ্দেশ্য। সভায় সর্বসম্মতিক্রমে ২১ জন ছাত্র-ছাত্রী ও ২ জন শিক্ষকসহ সর্বমোট ২৩জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির নাম করণ করা হয় “স্বপ্নের পথে যুব ও নারী বান্ধব স্পেস”। এছাড়া ২ জন শিক্ষক উপদেষ্টা ও ৭ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কুইজ, বিতর্ক, চিত্রাংকন, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে কমিটির নিয়মিত কার্যক্রম থাকবে। সামাজিক সংহতি, শান্তি এবং সম্প্রীতি এমন একটি উপায় যা সব বয়সের মানুষ একসাথে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারে। এটি আজীবন শিক্ষার একটি গুরুত্বপূর্ন অংশ, যেখানে প্রজন্ম দক্ষতা, মূল্যবোধ এবং জ্ঞান অর্জনের জন্য এক সাথে কাজ করে। জ্ঞানের স্থানান্তরের বাইরে ও এটি বিভিন্ন প্রজন্মের মধ্যে পারস্পারিক শিক্ষার সম্পর্ক গড়ে তোলে এবং আমাদের সমাজে সামাজিক সংহতি বিকাশে সহায়তা করে। সামাজিক সংহতি শান্তি-সম্প্রীতির লক্ষ্য হল উদ্দেশ্যমূলক পারস্পারিকভাবে উপকারী কার্যকলাপে মানুষকে একত্রিত করা যা প্রজম্মের মধ্যে বৃহত্তর বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি করে এবং আর ও সমন্বিত সম্প্রদায় গঠনে অবদান রাখে। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো সাকিব হাসান ও যুব সদস্যবৃন্দ।