নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটায় ঘেরের জমিতে মাচানে তরমুজ চাষ করে বেশ সাড়া ফেলে দিয়েছেন চোকারকান্দা গ্রামের প্রদীপ কুমার মন্ডল। তার তরমুজ চাষ দেখে অনেক চাষীরাই উৎসাহিত হচ্ছে। তবে কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা পেলে আগামীতে আরও তরমুজ উৎপাদনের ক্ষেত্রে আগ্রহী হতে পারেন প্রান্তিক চাষীরা। ব্যতিক্রমধর্মী হাইব্রিড জাতের সাদা – কালো ২ ধরনের তরমুজ উৎপাদন করেছেন প্রদীপ কুমার মণ্ডল। ১৫ বিঘা ঘেরের আংশিক জমিতে তরমুজ উৎপাদন করেছেন তিনি। আর বাকি অংশে জমিতে উৎপাদন করেছেন বিভিন্ন প্রজাতির তরকারি। বর্তমানে গাছে পর্যাপ্ত পরিমাণে তরমুজ ধরেছে। পক্ষান্তরে তিনি দামও পাচ্ছেন ভালো। কিন্তু ইঁদুরের উৎপাতের কারণে কিছুটা শংকিত হয়ে পড়েছেন। দৈনিক দৃষ্টিপাতের সাথে একান্ত আলাপচারিতার প্রদীপ কুমার মন্ডল জানান প্রতি পিচ তরমুজের বীজ বাজার থেকে ক্রয় করতে হয়েছে ৪ টাকা দরে। এবং বাড়তি উৎপাদন খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো। বীজ রোপনের ৪৫ দিন পর গাছে ধরণ আসতে থাকে। বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। তিনি জানান তরমুজ বিক্রির ক্ষেত্রে তাদের বাড়তি কোন ভোগান্তি পোহাতে হয় না। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে সন্ধান নিয়ে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে জমি থেকে তরমুজ ক্রয় করে নিয়ে যায়।