এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে শুরুতে মিলাদ মাহফিল, দোয়া, পতাকা উত্তোলন, বিশেষ গার্ড সালামী, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এর মাধ্যমে অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ পরিবেশে ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলহাজ্ব কামরুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডের অপারেশন অফিসার মেজর শাহীন, রিভারাইন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আল-ফামি, আইনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ, ১৭ বিজিবি সহকারি পরিচালক শাহ মোহাম্মদ খালেদ, বিসিজিএম, পিসিজিএম, বিএন ওসি আরবিজি কোম্পানী কর্মকর্তা বৃন্দ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম সহ অন্যান্য সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মিলিতভাবে সম্পন্ন হওয়ায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসানের পক্ষ থেকে প্রীতিভোজের মাধ্যমে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।