বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দূর্যোগে থেকে রক্ষা করে
কয়রা (খুলনা) প্রতিনিধি \ গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশে গড়ি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে কয়রায় উত্তর বেদকাশি কাছারি বাড়ী ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু বলেছেন, বৃক্ষ শুধু কাঠ দেয় না। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দূর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন, বৃক্ষরোপন করে কেউ ঠকে না, বৃক্ষরোপন করে সম্পদশালী হওয়া যায়। সামজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবাদ হয়েছেন। সরকার বৃক্ষরোপন অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষকে উৎসাহিত করেছেন।গাছ আমাদের অক্্িরজেন দেয়। সে জন্য নিজে গাছ লাগাতে হবে, অন্যকে গাছ লাগাতে উৎসাহ দিতে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপন ও বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করার জন্য সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন। তাই বৃক্ষরোপন করে দেশটাকে সবুজে ভরে দিতে হবে। বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বাবু গনেষ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) বিএম তারিকুজ্জামান-উজ-জামান, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলপ্রমুখ।