সাতক্ষীরায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে গতকাল বিকালে শহরের সংগ্রাম টাওয়ার এলাকা থেকে জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম, সদস্য সচিব নুর আলম সিদ্দিক, পৌর আহবায়ক অধ্যাপক শের আলী, পৌর যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, দেবহাটা উপজেলার সদস্য সচিব মোঃ মহিউদ্দিন সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলার আহবায়ক ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা আহবায়ক হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জেলা শ্রমিকদালের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাধাঃ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সাধাঃ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের মাহমুদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এড সেলিম, এড আকবর আলী, এম এ রাজ্জাক, আজিজুর রহমান সেলিম, জাকির হোসেন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি