শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার কলিমাখালী গ্রামের মরহুম আ: মালেক মোড়ের স্ত্রী, শিক্ষক আ:আজিজ, আবুল কালাম, আ:সামাদ ও মাও: আবুল হাসানের মাতা খাদিজা খাতুন (৭৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল (আনু:) ৬টায়, ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল ও মরহুমার নিকট আত্মীয়সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয় তার বাড়ীতে। জুমার নামাজ শেষে মরহুমার বড় পুত্র মাও: আ: আজিজের ঈমামতিত্বে প্রথম জানাজা ও তার নাতি জামাই মাও: আবু ইউসুফের ঈমামতিত্বে আছরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা। মরহুমার রুহের মাগফিরাত কামনায় রবিবার জোহর নামাজ বাদ বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশালাহ।