বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভ‚ক্ত দুই ও নিয়মিত মামলায় ০৮ জন সর্বমোট ১২ জন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে শনিবার এসআই বিজন কুমার সরকার, এসআই আমিনুল ইসলাম, এসআই মুহিতুর রহমান, এএসআই ইনামুল মোল্যা, এএসআই মারুফ কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার গাজীপুর গ্রামের মৃত কেনায়েত সরদারের ছেলে রমজান সরদার ও আঃ সামাদ গাজীর ছেলে বাবু গাজীকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নং-১(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, সিআর পরোয়ানা-৩০৩/২২ এর আসামী আগরদাড়ি গ্রামের আব্দুল্লাহেল বাকী এর স্ত্রী সোনামনি খাতুন, জিআর পরোয়ানা-১১২/২০ এর আসামী মহাজনপুর গ্রামের মৃত কপিল উদ্দীন এর ছেলে আঃ ছালাম, নিয়মিত মামলা নং-২৮(৮)২৩ এর আসামী খাজরা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে ইয়াকুব সরদার, নিয়মিত মামলা নং-২(৯)২৩ এর আসামী উত্তর একসরা গ্রামের সাত্তার গাজীর ছেলে মাছুম বিল্লাহ, পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের খোরশেদ গাজীর ছেলে আসলাম গাজী, হাবিব গাজীর ছেলে জাফর গাজী, বাচ্চু গাইন এর ছেলে রাজিব গাইন, নিয়মিত মামলা নং-৩(৯)২৩ এর আসামী শীতলপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে রিফাত হোসেন, হাফিজুল গাজীর ছেলে নাহিদ হোসেন ও সিরাজুল গাজীর ছেলে সুমন আলীকে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে শনিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।