বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আশাশুনি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন, আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল। সভায় সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় ভাচুয়ালী বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, শিক্ষক শংকর কুমার দাশ, বিভাষ দেবনাথ, ভবেন্দ্র নাথ সরকার, অরবিন্দু সরকার, নির্মল মন্ডল, রনদা প্রসাদ মন্ডল, স্বপন বিশ^াস, রমেশ মন্ডল, বিবেকানন্দ মন্ডল লিটন, লালন সরকার, স্বপন সরকার প্রমূখ। সভায় আগামী ৮ সেপ্টেম্বর ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রæতি বাস্তবায়নে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।