শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

সিরিজে ইংল্যান্ডের ডাবল লিড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: দুই ব্যাটার জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রæকের জোড়া হাফ-সেঞ্চুরির পর অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসনের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাবল লিড নিলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতরাতে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। রান বিবেচনায় সংক্ষিপ্ত ভার্সনে কিউইদের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় ইংলিশদের। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো জশ বাটলারের দল। ম্যানচেষ্টারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার উইল জ্যাকস-বেয়ারস্টো ৩৩ বলে ৪০ রান করেন। ১১ বলে ১৯ রান করে ফিরেন জ্যাকস। তিন নম্বরে নেমে খালি হাতে ফিরেন ডেভিড মালান। ৪৩ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন বেয়ারস্টো ও ব্রæক। নিউজিল্যান্ডের বোলাদের ঝড় তুলে ৬৫ বল খেলে ১৩১ রান যোগ করেন বেয়ারস্টো-ব্রæক জুটি। ৪০ বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন বেয়ারস্টো। ৩০ বলে সংক্ষিপ্ত সংস্করনে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ব্রæক। ১৮তম ওভারে ব্রæককে থামিয়ে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। ৫টি করে চার-ছক্কায় ৬৭ রান করেন ব্রæক। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ইংল্যান্ডকে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ এনে দেন বেয়ারস্টো। ৮টি চার ও ৪টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ৮৬ রান করেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। জবাবে ৮ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠলেও বড় জুটি বা বড় ইনিংস খেলতে পারেনি মিডল অর্ডারের ব্যাটার। ইংল্যান্ড বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শেষ পর্যন্ত ১৩ দশমিক ৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে টিম সেইফার্ট ৩৯, গেøন ফিলিপস ২২ ও মার্ক চাপম্যান ১৫ রান করেন। আর কোন ব্যাটাররাই দু’অংকে পা রাখতে পারেনি। ইংল্যান্ডের অ্যাটকিনসন ২ দশমিক পাঁচ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন। টি-টোয়েন্টিতে ইংলিশদের পক্ষে অভিষেকেই সেরা বোলিং ফিগারের নজির গড়লেন অ্যাটকিনসন। ম্যাচ সেরা হন বেয়ারস্টো। আজ রোববার বার্মিংহামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com